,

it-shop.Com

আবারো প্রযোজনায় অ্যাঞ্জেলিনা জোলি

Spread the love

অনলাইন ডেস্ক : অ্যাঞ্জেলিনা জোলি। হলিউড অভিনেত্রী হিসেবে তার পরিচিতি থাকলেও তিনি একজন প্রযোজকও। এখন পর্যন্ত তিনি অনেকগুলো ছবি প্রযোজনা করেছেন। যেগুলো বেশ ব্যবসা করেছে।

এবার জোলি জিম থ্রপি নামে একজন আমেরিকান খেলোয়াড়কে নিয়ে ছবি নির্মাণ করবেন। ছবির শিরোনাম ‘ব্রাইট পাথ: দ্য জিক থ্রপি স্টোরি’।

৪২ বছর বয়সী জোলি বলেন, ‘আমি সম্মানিতবোধ করছি তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারায়। বায়োপিক বানানো একটু কঠিন বলে আমি মনে করি। কারণ তার সার্বিক জীবন ঠিকমতো ফুটিয়ে তোলার একটি বিষয় থাকে। এ জন্য তার পরিবারের সাথে আমি কয়েকবার বসবো বলে চিন্তা করছি।’

it-shop.Com

     এই বিভাগের আরও খবর