,

it-shop.Com

নখ দেখে জানা যায় রোগের লক্ষণ

Spread the love

অনলাইন ডেস্ক : নখ সাজাতে অনেকেই পছন্দ করেন। হাত ও পায়ের নখ সুন্দর করে সাজিয়ে তুলতে কেউ কেউ মোটা টাকা খরচ করতেও দ্বিধা করেন না। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই শরীরের নানা ধরনের অসুখের উপসর্গ বোঝা যায় নখ দেখে। নখের রঙ দেখেই ধারনা করা সম্ভব নানা রোগের লক্ষণ।

নখের গোড়ায় সাদা দাগ: শরীরে যদি রক্তসঞ্চালনে সমস্যা দেখা দেয় তখন নখের গোড়ায় সাদা দাগ দেখা যায়। কখনও কখনও নখের এই সাদা দাগ কিডনি সমস্যারও লক্ষণ হতে পারে। আবার শরীরে প্রোটিন কিংবা ক্যালসিয়ামের অভাব দেখা দিলেও নখে এই সাদা দাগ দেখা যেতে পারে।

হলদে নখ: নখের রঙ যদি হলুদ হতে শুরু করে এবং ধীরে ধীরে সেটি শক্ত মোটা হয়ে যায় তাহলে বুঝতে হবে নখে হয়তো ছত্রাকের আক্রমণ হয়েছে।

ফ্যাকাসে নখ : কারো নখ যদি ফ্যাকাসে বর্ণের হয় বা প্রাণহীন দেখায় তাহলে শরীরে রক্তস্বল্পতার অভাব আছে বলে ইঙ্গিত দেয়। অনেক সময় ডায়াবেটিস বা লিভারের সমস্যা বাড়লেও নখের রঙ ফ্যাকাসে হয়ে যায়। সাধারণত দেহে পর্যাপ্ত রক্ত থাকলে নখের রঙে একটা গোলাপি আভা দেখা যায়।

কালচে দাগ: নখে কালো দাগ দেখা দিলে বুঝতে হবে শরীরে ভিটামিনের অভাব হয়েছে। এছাড়া এটি ত্বকের ক্যান্সারসহ অন্যান্য অসুখেরও ইঙ্গিত বহন করে। নখে এমন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে কখনও নখে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গেলেও এমনটা হতে পারে।

নীলাভ দাগ: নখের গোড়ায় যদি হালকা নীল দাগ দেখা যায় তাহলে বুঝতে হবে দেহে পরিমিত পরিমাণ অক্সিজেন যাচ্ছে না। এমন হলেও বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর