,

it-shop.Com

বাড্ডায় ডিশ ব্যবসায়ী নিহতের ঘটনায় অস্ত্রসহ আটক ৩

Spread the love

অনলাইন ডেস্ক :

রাজধানীর দক্ষিণ বাড্ডায় গুলিতে ডিশ ব্যবসায়ী নিহতের ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরায়শী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। আটক তিনজনের মধ্যে প্রধান একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এ ঘটনায় তাদের সঙ্গে আরও সহযোগী ছিলেন। তাদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে।

তবে তিনি প্রাথমিকভাবে আটক তিনজনের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ বাড্ডা জাগরনী ক্লাবের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফজলুর রমান নামের এক ডিশ ব্যবসায়ী। তার স্ত্রীর নাম শারমিন, এক সন্তানের জনক। ১ ভাই ৩ বোনের মধ্যে সে ছিল বড়। ম্যাক্স কেবল নামে ডিসের ব্যবসা রয়েছে তার।

নিহতের বাবা মো. ফজলুর রহমান জানান, দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আবদুর রাজ্জাক নিহত হয়। তিনি বলেন, রাত ৯টার দিকে খবর পাই রাজ্জাকের কিছু একটা হয়েছে।

স্থানীয় জাগরণী ক্লাবে গিয়ে দেখি চেয়ারের ওপর গুলিবদ্ধি অবস্থায় রয়েছে রাজ্জাক। কয়েকজনের সহায়তায় রাজ্জাককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাত সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

আবদুর রাজ্জাক মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের প ৫২/৩ এর বাসায় থাকতেন। দক্ষিণ বাড্ডায় ম্যাক্স ক্যাবল নামে তার ডিশ ব্যবসা রয়েছে। আবদুর রাজ্জাকের স্থায়ী ঠিকানা পুরান ঢাকার সুরিটোলায়।

বাড্ডা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বোম্ব জিসপোজাল ইউনিটকেও খবর দেয়া হয়েছে। আলামত এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

 

it-shop.Com

     এই বিভাগের আরও খবর