,

it-shop.Com

কলাপাড়ায় সাকুরার বাস কাউন্টার থেকে কলারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

Spread the love

দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া বাস টারমিনালের ঢাকা-কলাপাড়া রুটের বাস সাকুরা পরিবহনের কাউন্টার থেকে কলারম্যান নাজমুলের (১৮) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় নাজমূলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইলে ফেইসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নাজমুল। এর সুত্র ধরে সোমবার দিবাগত রাতের যে কোন সময় নাজমুল ল্যাপটপের চার্জারের তার গলায় জড়িয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর