,

it-shop.Com

সাব-ইন্সপেক্টর শবনমকে পুরস্কৃত করলেন আইজিপি

Spread the love

অনলাইন ডেস্ক :
মানবিক কাজের স্বীকৃতি হিসেবে আজ পুলিশের একজন সাব-ইন্সপেক্টরকে পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে শবনম সুলতানা নামের এই উপ-পরিদর্শককে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়।

পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।

উল্লেখ্য, ডিএমপির তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর শবনম সুলতানা গত ২২ এপ্রিল রাজধানীর শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে এক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিভিল এভিয়েশন স্কুলের সামনে সড়কে ছুটে যান। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের আহত চালককে উদ্ধার করেন এবং একটি ব্রেকবিহীন গাড়ি চালিয়ে যান চলাচল স্বাভাবিক রাখেন। শবনমের এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে আইজিপি উল্লেখ করেন। বাসস।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর