,

it-shop.Com

সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারো চলছে কোটা সংস্কারের আন্দোলন

Spread the love

 

অনলাইন ডেস্ক: স্থগিত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারো বি‌ক্ষোভ-মিছিল করছে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী‌রা। আজকের এ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরও আন্দোলনের খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার সরকারের আশ্বাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় একটি অংশ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আন্দোলনকারীরা বিক্ষোভ-মিছিল করছে।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কয়েকশ’ আন্দোলনকারীদের একটি মিছিল রোকেয়া হলের সামনে দিয়ে টিএসসি হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়। এসময় রাজু ভাস্কর্যের সামনে তাদের কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

এছাড়া, সড়ক অবরোধ করে রামপুরা ব্রিজের কাছে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বসুন্ধরা আবাসিক এলাকার মূল সড়কে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ আশ-পাশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ-আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে ওই সড়কের উভয় পাশে পাঁচ কিলোমিটার করে যানজটের সৃষ্টি হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর