,

it-shop.Com

‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত হচ্ছেন কুমার বিশ্বজিতের মা

Spread the love

অনলাইন ডেস্ক :আসন্ন মা দিবসে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন চিরসবুজ সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে। রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল’ আয়োজিত পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় বিশ্ব মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা সম্মাননা’ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। ১৩ই মে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে ‘গরবিনী মা’ হিসেবে সম্মাননা গ্রহণ করবেন। মায়ের এমন সম্মাননা প্রাপ্তিতে কুমার বিশ্বজিৎ জীবনের সবচেয়ে সুখের, আনন্দের এবং শ্রেষ্ঠ অর্জনের মুহূর্তটির মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, মায়ের ইচ্ছেতেই আমি সংগীতশিল্পী হয়েছি। সন্তানের কারণে মা সম্মানিত হতে যাচ্ছেন- এটা যে সন্তান হিসেবে আমার কত বড় প্রাপ্তি তা ভাষায় প্রকাশের নয়।

আমার সংগীত জীবনের নানান প্রাপ্তিতে মা খুশি হয়েছেন, গর্বিত হয়েছেন। কিন্তু আমার কারণে মা সম্মানিত হচ্ছেন,
গর্বিত হচ্ছেন- এটা আমার জীবনের
সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। ডা. আশীষ কুমার চক্রবর্তীসহ এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, ১৩ই মে মা দিবসে সকাল ১১টায় ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠানটি শুরু হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর