,

it-shop.Com

গাজীপুর সিটির করপোরেশনের নির্বাচন স্থগিত

Spread the love

অনলাইন ডেস্ক : গাজীপুরের সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি শেষে আজ রবিবার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ওই ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।

রিটে বলা হয়, ২০১৩ সালে এ ছয়টি মৌজাকে অন্তর্ভূক্ত করা হয়েছিলো। ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এ ছয়টি মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিলো। নির্বাচনে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এখন আবার এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভূক্ত করা হয়। এ ছয়টি মৌজাকে সিটিতে অন্তভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর