,

it-shop.Com

পাসের হার কমেছে , এগিয়ে মেয়েরা; বেড়েছে জিপিএ ৫, এগিয়ে ছেলেরা

Spread the love

অনলাইন ডেস্ক :
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮০.৩৫ শতাংশ। মোট ১০টি বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী। ছেলেদেরে পাসের হার ৭৬.৭১ শতাংশ ও মেয়েদের ৭৮.৮৫ শতাংশ। মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি। এসএসসিতে পাসের হার ৭৯.৪০, মাদ্রাসায় ৭০.৮৯ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৭১.৯৬ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। অন্যদিকে, মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন। আর ছাত্রী ৫৪ হাজার ৯২৮ জন। এখানে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে আছে। আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তরকালে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ফলাফল বেলা দুইটার পরে অনলাইনে প্রকাশ করা হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর