,

it-shop.Com

গরমে পেট সুস্থ রাখতে এড়িয়ে চলুন…

Spread the love

অনলাইন ডেস্ক : ডাল: ডাল জাতীয় খাবারে থাকে অ্যালিগোসারইড, যা বৃহদন্ত্রে গ্যাস তৈরি করে। ফলে বুকে ব্যথা ও হজমের গণ্ডগোল হয়। তাই গরমে এ জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো।

কৃত্রিম চিনি: চা কফি বা শরবতে চিনির বদলে অনেকেই কৃত্রিম চিনি ব্যবহার করেন। প্রক্রিয়াজাত খাবারেও কৃত্রিম চিনি মেশানো থাকে। এগুলো হজমের সমস্যার অন্যতম কারণ।

তৈলাক্ত খাবার: তেল ও মশলাযুক্ত খাবারে ফ্যাট বেশি। এসব খাবারে ফাইবারও কম থাকে। ফ্যাট সহজে হজম হয় না। তাই হজমে সমস্যা তৈরি হয়। এসব খাবার যতো কম খাওয়া যায় ততোই ভালো।

জাঙ্ক ফুড ও সফট ড্রিংকস: যতোটা সম্ভব জাঙ্ক ফুড, কোল্ড ড্রিংকস এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী। গরমে বেশি করে পানি পান করুন। দিনে আট ঘণ্টা ঘুমান। এসব নিয়ম মেনে চললে হজমের সমস্যা একদমই থাকবে না।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর