,

it-shop.Com

‘তরুণী থেকে দায়িত্বপরায়ণ নারীতে পরিণত হয়েছি’

Spread the love

অনলাইন ডেস্ক:

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে ২০১২ সালে বলিউডে ক্যারিয়ার শুরু বলিউডের হার্টথ্রব নায়িকা আলিয়া ভাটের। পরিবারের জোর থাকলেও খুব অল্প সময়ে অভিনয়গুণেই বলিউডে পোক্ত আসন গড়েছেন তিনি। সামনে তার ‘রাজি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অর্ধযুগের ক্যারিয়ারে কী পরির্তন এসেছে জানতে চাইলে আলিয়া বলেন, আমি আগের চেয়ে অনেক পরিণত। মা আমাকে বলেছে, আমি তরুণী থেকে দায়িত্বপরায়ণ নারীতে পরিণত হয়েছি। কিছু বছর আগেও আমি ভীষণ বিশৃঙ্খল ছিলাম। এখন অনেক সামলে নিয়েছি।

আলিয়া এখন করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করছেন। সেখানে তার সঙ্গে আছেন এভারগ্রিন নায়িকা মাধুরীর দীক্ষিত। মাধুরীর সঙ্গে অভিনয় নিয়ে আলিয়া বলেন, মাধুরী এখনও এত সুন্দরী যে, চোখ ফেরানো যায় না। সেটে মাধুরী দীক্ষিতকে দেখে আমি পাথর হয়ে গিয়েছিলাম, দু’দিন শুটিং করার পর আড়ষ্টতা একটু কেটেছে। কোনও দিন ভাবিনি, একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করব।

পর্দার বাইরে নিজের জীবন নিয়ে আলিয়া বলেন, ২৫ বছরের একটা মেয়ের জীবন যেমন হওয়া উচিত আমি তেমনই। ছবির কোনও চরিত্র নিয়ে আমি বাড়িতে ফিরি না। আমি খুবই সাধারণ। ক্যামেরার বাইরে অভিনয় করলে তো বোর হয়ে যাব!

it-shop.Com

     এই বিভাগের আরও খবর