,

it-shop.Com

ইউভেন্তুস শিরোপার আরও কাছে  দিবালার গোলে

Spread the love

অনলাইন ডেস্ক : পিছিয়ে পড়ার পর আত্মঘাতী গোলে সমতায় ফিরল ইউভেন্তুস। এরপর স্যামি খেদিরা-পাওলো দিবালার গোলে এগিয়ে যাওয়া মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল। এ জয়ে সেরি আ শিরোপার আরও কাছে পৌঁছে গেছে ইউভেন্তুস।

শনিবার রাতে নিজেদের মাঠে বোলোনিয়াকে ৩-১ গোলে হারানো ইউভেন্তুস ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শিরোপার ঘ্রাণ পাচ্ছে। ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি রোববার নিজেদের মাঠে হারলেই টানা সপ্তম শিরোপা নিশ্চিত হয়ে যাবে ইউভেন্তুসের।

ম্যাচের ৩০তম মিনিটে স্পট কিক থেকে বোলোনিয়াকে এগিয়ে নেন সিমোন ভার্ডি। ডি বক্সের মধ্যে ড্যানিয়েল রুগানি লরেন্সোকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। ইউভেন্তুসের আপত্তির পর ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সহযোগিতা নিয়ে পেনাল্টির সিদ্ধান্তই বলবৎ রাখেন মাঠের রেফারি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইউভেন্তুস ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচে ফেরে স্বাগতিকরা। হুয়ান কুয়াদ্রাদোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন দে মাইও।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৬৩তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। বাঁ দিক থেকে দগলাস কস্তার ক্রস কেইটা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেছনে থাকা খেদিরা সুযোগটা কাজে লাগান। খেদিরা কেইটাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন কিনা, সেটা দেখতে এখানেও ব্যবহার করা হয় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি।

৬৯তম মিনিটে লিগে ২৯তম জয় অনেকটাই নিশ্চিত করে নেয় ইউভেন্তুস। এবারও কস্তার বাড়ানো বল বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর