,

it-shop.Com

দহন ছবিতে সিয়ামের নায়িকা বাধন ও পূজা

Spread the love

অনলাইন ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘দহন’ নামে একটি ছবি নির্মাণ কছে। ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন তা প্রকাশ করা হয়েছে আগেই। পরে জানানো হয় নতুন আরো একজনকে নায়িকা হিসেবে নেয়া হচ্ছে। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা? সেটা জানানো হয়নি।

রহস্য হিসেবে রাখা হয়েছিল এতোদিন। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো বাধনের নাম। সোমবার ঢাকা ক্লাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাধনের নাম ঘোষণা করা হয়।

ছবিটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ সিনেমার পরিচালক রায়হান রাফি। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন বাধন। সিনেমায় নাম লেখানোর জন্য বাঁধন কয়েকমাস ধরে জিম করে নিজেকে প্রস্তুত করছেন।

এর আগে বাঁধন ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজলের বিপরীতে অভিনয় করেন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।

ছবিটিতে আরও অভিনয় করবেন- ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর