,

it-shop.Com

সাভারে তুলে নিয়ে পোশাক শ্রমিককে গণধর্ষণ, আটক ৩

Spread the love

অনলাইন ডেস্ক :

ঢাকার অদূরে সাভারে এক নারী পোশাক শ্রমিককে বাসা থেকে তুলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে নামা গেন্ডা ময়লার মোড়ের মহল্লা থেকে পুলিশ মামুন, সোহাগ এবং বারেক নামের তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার পর ওই নারীকে তুলে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায় স্থানীয় ৭ বখাটে। পরে সেখানে অভিযুক্ত ৩ বখাটে ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ছেড়ে দেয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার ওই নারীকে শনিবার মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। ঘটনায় সহযোগিতার অভিযোগে বাকি ৪ জনের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর