,

it-shop.Com

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

Spread the love

অনলাইন ডেস্ক :

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তারা বলেন, বর্তমানে ৬০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে দুই বছরের শিশু পর্যন্ত কেউ ধর্ষক নামধারী হায়নাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

তারা বলেন, আমরা এ ধরনের নির্যাতন-নিপীড়নের অবসান চাই। ধর্ষণ, হত্যা ও সব ধরনের অমানবিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে- ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টাকে বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুতবিচার, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কাজী কামাল রহিম, সদস্য সচিব আলি জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর