,

it-shop.Com

একই ঘরে নারী-পুরুষ চাকরিপ্রার্থীদের অর্ধনগ্ন করে মেডিকেল টেস্ট

Spread the love

অনলাইন ডেস্ক :

পৃথিবীর প্রায় সব দেশেই পুলিশে চাকরির আগে মেডিকেল টেস্টের মুখোমুখি হতে হয়। এটা নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই। কিন্তু তাই বলে অর্ধনগ্ন করে এক ঘরে নারী-পুরুষের মেডিকেল টেস্ট নিশ্চয় কারও কাম্য। তবে এমন ঘটনার সাক্ষি হয়ে বিতর্কের জন্ম দিল ভারতের মধ্যপ্রদেশের ভিন্দের জেলা হাসপাতাল।

ভারতের অলাইন পোর্টাল নিউজ ১৮.কমের খবর, নারী চাকরিপ্রার্থীদের সামনেই অর্ধনগ্ন অবস্থায় পুরুষ চাকরিপ্রার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হচ্ছে। আবার নারীদের জন্য নেই কোনো নারী চিকিৎসক এবং নার্স। মেডিকেল টেস্টের এই অব্যবস্থার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। চাপে পড়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভিন্দ জেলা হাসপাতাল প্রশাসন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভিন্দ জেলা হাসপাতালে চারজন নারী চিকিৎসক আছেন। তাদের মধ্যে তিনজনই ছুটিতে রয়েছেন। অন্য নারী চিকিৎসককে এই মেডিকেল টেস্ট নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর