,

it-shop.Com

লা লিগায় ইতিহাস গড়লেন মেসি

Spread the love

অনলাইন ডেস্ক :
প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোলের কৃতিত্ব দেখালেন লিওনেল মেসি। রোববার দেপোর্তিভো লা করুনার মাঠে হ্যাটট্রিক নিয়ে এমন রেকর্ড গড়েন বার্সেলোনার প্রাণভোমরা। মেসি ম্যাজিকে ৪-২ গোলের জয়ে চার ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করে বার্সা। লা লিগা ক্যারিয়ারে এটি মেসির ৩০তম হ্যাটট্রিক। চলতি আসরে চতুর্থ। লা লিগায় সর্বাধিক ৩৪ হ্যাটট্রিকের রেকর্ড রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।
বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ হ্যাটট্রিকের মালিক ত্রিশ বছর বয়সী মেসি। আর ক্যারিয়ারে ক্লাব ও আর্জেন্টিনার হয়ে ৪৬টি হ্যাটট্রিক পেয়েছেন গ্রহের অন্যতম সেরা ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে লিভারপুলের মোহাম্মদ সালাহকে পেছনে ফেলেছেন মেসি। ৩২ গোল নিয়ে শীর্ষে উঠে এসেছেন গতবারের ‘গোল্ডেন শু’ বিজয়ী। ৩১ গোল নিয়ে লড়াই জমিয়ে তুলেছেন সালাহ। লা লিগায় গত ৯ মৌসুমের মধ্যে সাত বার ৩০ বা তার বেশি গোল করেছেন মেসি। আর্জেন্টাইন তারকার ৩০ গোলের মাইলফলক শুরু ২০০৯-১০ মৌসুম থেকে। পরের টানা তিন মৌসুমে একই কীর্তি দেখান তিনি। এর মধ্যে ২০১১-১২ মৌসুমে ৫০ গোলের দৃষ্টান্ত স্থাপন করেন মেসি। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে ৩০ গোলের লক্ষ্য পূরণে ব্যর্থ হন তিনি। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় ৩২ গোল করে রোনালদোর সমান রেকর্ড চারবার ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার জেতেন লিওনেল মেসি।
লা লিগায় মেসির ‘লাকি সেভেন’
২০০৯-১০ মৌসুমে ৩৫ ম্যাচে ৩৪ গোল
২০১০-১১ মৌসুমে ৩৩ ম্যাচে ৩১
২০১১-১২ মৌসুমে ৩৭ ম্যাচে ৫০
২০১২-১৩ মৌসুমে ৩২ ম্যাচে ৪৬
২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচে ৪৩
২০১৬-১৭ মৌসুমে ৩৪ ম্যাচে ৩৭
২০১৭-১৮ মৌসুমে ৩৩ ম্যাচ ৩২

it-shop.Com

     এই বিভাগের আরও খবর