,

it-shop.Com

প্রতিদিন আয়নার সামনে কতক্ষণ সময় ব্যয় করে মেয়েরা ?

Spread the love

অনলাইন ডেস্ক : সবাই রূপ সচেতন হন না। তবে এই সচেতনতা বেশি কাজ করে নারীদের মাঝে। নিজের রূপে লাবণ্য ধরে রাখতে বা ফিরিয়ে আনতে নানা পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় তাদের।

তবে এই রূপ সচেতনতার অন্যতম বিষয় হল আয়না। আয়না ছাড়াতো আর রূপ অবলোকন করা যায়না। এই আয়নার সামনে মেয়েরা দিনে কতক্ষণ সময় দেন তা কি জানা আছে?

প্রচলিত আছে, সাজগোজের ক্ষেত্রে মেয়েরা সচরাচর আয়নার সামনে দীর্ঘ সময় দিয়ে থাকে। ঠিক কতটুকু সময় তারা প্রতিদিন আয়নার সামনে ব্যয় করে থাকেন তা নিয়ে কারো কারো আগ্রহ থাকতে পারে।

সেই আগ্রহ থেকেই এক সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েরা প্রতিবার কমপক্ষে ৪০ মিনিট সময় নেন! সমীক্ষাটি চালায় ব্রিটেনের একদল গবেষক। আর এতেই এই তথ্য বেরিয়ে আসে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর