,

it-shop.Com

রাতের আকাশ নেমে আসে সকালেই

Spread the love

অনলাইন ডেস্ক :

রোববারের কালেবৈশাখীর পর আজ সোমবার সকালে রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মেলে। কর্মব্যস্ত মানুষ যে যার মতো ছুটা শুরু করেন কর্মস্থলে। কিন্তু হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে ঘোর অন্ধকার নেমে আসে নগরীতে। যেন রাতের আকাশ নেমে আসে সকালেই।

অন্ধকারের মাঝে রাস্তায় গাড়িগুলো হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। আকাশে মেঘের ছোটাছুটির পর নামে ঝুম বৃষ্টি এবং সঙ্গে তুমুল বাতাস। পথচারীরা দৌড়ে যে যার মতো নিরাপদ স্থানে আশ্রয় নেন।

বেলা সাড়ে ১১টায় হঠাৎ অন্ধকার নেমে আসে নগরীতে
প্রচণ্ড বাতাসে তেজগাঁও এলাকায় কয়েকটি গাছ ভেঙে পড়তে দেখা যায়।

অবশ্য এর আগে রোববারই আবহাওয়া অফিস জানিয়েছিল, বজ্রপাতের ঘনঘটা বৃদ্ধির কারণে আরো দু’দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর