,

it-shop.Com

আইবিএফ কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে

Spread the love

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসানকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তাগন ফুলের শুভেচ্ছা দিয়েছে। গত বৃহাস্পতিার ইসলামী ব্যাংক চেয়ারম্যানের কার্যালয় ইসলামীব্যাংক ফাউন্ডেনের নির্বাহী পরিচালক মো. গোলাম হাফিজ আহমেদের নেতৃত্বে আইবিএফ কর্মকর্তাগন এশুভেচ্ছা দেন। আইবিবিএল চেয়ারম্যান বলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উন্নয়নের লক্ষ্যে এবং ফাউন্ডেশনের কল্যাণে আমার সবসময় সর্বাত্মক সহযোগিতা থাকবে। উল্লেখ্য ইতিপূর্বে ইসলামী ব্যাংক ফাউন্ডেনের তিনি ভাইশ-চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর