,

it-shop.Com

লাইভে হঠাৎ নারী রেসলার, ক্ষমা চাইলো সৌদি কর্তৃপক্ষ

Spread the love

 

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো সৌদি আরবের টেলিভিশনে রেসলিং লাইভ বা সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ পর্দায় স্বল্পবসনা নারী রেসলারের উপস্থিতি দেখা যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শনিবার বিবিবির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট অনেক আয়োজন করে জেদ্দায় এই ম্যাচ আয়োজন করেছিল। সৌদি আরব ও ইরান— এই দুই দেশের প্রতিযোগী লড়েন ম্যাচটিতে। জিতেছেন অবশ্য সৌদি কুস্তিগির।

শনিবারের ম্যাচটি দেখার জন্য অডিটোরিয়ামের দর্শক সারিতে নারীসহ ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন, যদিও কোন নারী রেসলার লড়াইতে অংশ নেননি।

প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনের সময় সংক্ষিপ্ত পোশাক পড়া নারী রেসলারদের দেখানো শুরু হলে সম্প্রচার বন্ধ করে দেয় রাষ্ট্রীয় টিভি। কিন্তু কুস্তি চলাকালে অডিটরিয়ামের বড় টিভি স্ক্রিনে সে দৃশ্য তৎক্ষণাৎ বন্ধ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে রেসলিং অ্যারেনায় উপস্থিত সবাই সে দৃশ্য দেখতে পান। পরে এই ‘অশ্লীল’ দৃশ্যের জন্য ক্ষমা চায় সৌদি জেনারেল স্পোর্টস কর্তৃপক্ষ।

শনিবারের ম্যাচটি দেখার জন্য অডিটোরিয়ামে নারীসহ ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন— এএফপি
রেসলিং বা কুস্তি সৌদি আরবের সমাজের জন্য এক সময় প্রায় অপরিচিত একটি ব্যাপার ছিল। যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কুস্তি বা রেসলিং খুবই জনপ্রিয় একটি খেলা।বছর দুয়েক ধরে একটু একটু করে এ ধরনের বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে সৌদি সমাজকে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজে যে পরিবর্তন আনার নানা উদ্যোগ নিয়েছেন এটি তারই অংশ। দেশটিতে নারীরা এরই মধ্যে ফুটবল খেলার অনুমতি পেয়েছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর