,

it-shop.Com

সদরঘাট থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ

Spread the love

অনলাইন ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার দুপুরের দিকে এক বৈঠকে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ সিদ্ধান্ত নেয়।

ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা গণমাধ্যমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাকা নদীবন্দরের ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আজ সকাল থেকে রাজধানীতে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

আগামী ৪৮ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর