,

it-shop.Com

মোদি সিনেমায় অভিনয় করবেন!

Spread the love

অনলাইন ডেস্ক :

২০১৬ সালের ৮ নভেম্বর মোদির একটি ঘোষণায় বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। সেই নোটবাতিল নিয়ে এবার কন্নড় পরিচালক আপ্পি প্রসাদ তৈরি করছেন সিনেমা।

সিনেমায় মোদির চরিত্রে অভিনয় করবেন হুবহু মোদির মতো দেখতে যার নাম এমপি রামচন্দ্রন।

স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন নরেন্দ্র মোদি। প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এ ছবি। এর পরে বোঝা যায় যে, ইনি মোদি নন। অবিকল প্রধানমন্ত্রীর মতো দেখতে কেরলের কন্নুরের বাসিন্দা এমপি রামচন্দ্রন। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে গিয়েছিলেন এমপি রামচন্দ্রন। মোদির সঙ্গে চেহারায় সাদৃশ্য থাকায় তিনি এবার আরও বড় খ্যাতির আসনে বসতে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন জানা গেছে, নোট বাতিল নিয়ে তৈরি এক কন্নড় ছবিতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘স্টেটমেন্ট ৮/১১’।

রামচন্দ্রন জানান, ছবিতে ৩-৪টি দৃশ্যে আমি অভিনয় করেছি। নোট বাতিলের ঘোষণার দৃশ্যটিই এর মধ্যে সবচেয়ে বড়

it-shop.Com

     এই বিভাগের আরও খবর