,

it-shop.Com

মৎস্য বিভাগের অভিযানে কলাপাড়ায় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

Spread the love

দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া মৎস্য বিভাগ ও বা.নৌ.জা বি.এন.এন সাঙ্গু শনিবার দিনভর অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকা মুল্যের ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। শনিবার (২৮এপ্রিল) সারাদিন ব্যাপী অভিযানে কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলা মধ্যবর্তী রাবনাবাদ, তেতুলিয়া ও আগুনমুখা নদীর ধানখালী, নিশানবাড়ীয়া, পাটুয়া, পানপট্রি, বন্নাতলী, চরকাজল, কোড়ালিয়া ও চরলতা সংলগ্ন এলাকা থেকে এসব অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। অভিযানে অংশ গ্রহন করেন মোঃ কামরুল ইসলাম ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কলাপাড়া, মোঃ সিনিয়র সিফ পেটি অফিসার, বা.নৌ.জা বিএনএস সাঙ্গু, নজরুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার মোঃ গোলাম মোস্তফা । অভিযানে উদ্ধারকুত জাল কোষ্টগার্ড পায়রা বন্দর সংলগ্ন মাঠে প্রকাশ্যে আগুন পুড়ে ধ্বংস করা হয়। সিনির উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম জানান যে, মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌবাহিনীর বিগত ২০ দিনের অভিযানে কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা ও দশমিনার অঞ্চলের অন্তর্গত তেতুলিয়া, আগুনমুখা, রাবনাবাদ, আন্ধারমানিক ও সাগরমোহনা এলাকা থেকে ২.০ কোটি টাকা মুল্যের সাড়ে চার লাখ মিটার কারেন্টজাল, ৪৩ টি বেহুন্দীজাল, ৩৫ হাজার মিটার চিংড়ি নেটজাল ও ২৯ হাজার মিটার বেড় জাল উদ্ধার করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ করে জাটকা ইলিশ ও চিংড়ি রক্ষায় অবৈধ জাল (কারেন্ট, বেড়জাল, নেটজাল, বেহুন্দী জাল ইত্যাদি) জব্দে মৎস্য বিভাগ বাংলাদেশ নৌবাহিনী, কোষ্টগার্ড, নৌপূলিশ ও পূলিশ বিভাগের সহায়তা নিয় এধরনের অভিযান চলামান আছে এবং অব্যাহত থাকবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর