,

it-shop.Com

শবনম ফারিয়ার প্রথম ক্রাশ মাশরাফি

Spread the love

অনলাইন ডেস্ক :

মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের একজন আইকনিক তারকা। বিশ্বজুড়ে তার অজস্র ভক্ত রয়েছে। ভক্তদের মধ্যে পুরুষের পাশাপাশি নারীরাও রয়েছেন, রয়েছেন তারকা অভিনেত্রীরাও। আর মাশরাফিকে নিয়ে এবার বোমা ফাটালেন এক তারকা ভক্ত। তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অকপটে স্বীকার করেছেন মাশরাফির উপর ক্রাশ খাওয়ার কথা।

সম্প্রতি শবনম ফারিয়া একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, প্রথম যেদিন সরাসরি মাশরাফিকে দেখি, আমার পা কাঁপছিল। আধা ঘণ্টা কথা বলতে পারছিলাম না। ২০০৯ সালে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে প্রথমবার মাশরাফিকে সরাসরি দেখেন তিনি। তারপরেই রীতিমতো কাত হয়ে যান অভিনেত্রী।

ফারিয়া বলেন, আমি শুধু মাশরাফির ভক্তই না, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি। প্রথমবার সরাসরি সাক্ষাতে কী ঘটেছিল, এমন প্রশ্ন করলে ফারিয়া বলেন, নিশ্চুপ ছিলাম শুধু দেখছিলাম তাকিয়ে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর