,

it-shop.Com

ঈগল কয়েলের ধোয়ায় এলাকার পরিবেশের চরম বিপর্যয়!

Spread the love
আলিম সোহেল, সাভার প্রতিনিধি :কাজি আবেদিন গ্রুপের ঈগল কয়েলের ধোয়ায় পরিবেশের চরম বিপর্যয় ঘটছে দেখার কেউ নেই।সরেজমিনে অনুসন্ধানে দেখা গেল তাদের কয়েল শুকানোর মেশিনের ধোয়া ধীরে ধীরে বাইরের পরিবেশে মিশে যাচ্ছে।ফ্যাক্টরির সামনের রাস্তায় মানুষ চলাচল করছে নাকে হাত দিয়ে তীব্র ঝাঝালো গন্ধে মানুষের শরীরের বেশ ক্ষতি করছে।
বিএসটিআই এর মশার কয়েল উৎপাদনের যে নির্দিষ্ট মাত্রা রয়েছে তাতে মানুষের শরীরের ক্ষতি হয় এমন কোন উপাদান মেশানো নিষিদ্ধ থাকলেও এই নিয়মের তোয়াক্কা করছেন না ঈগল কয়েল কোম্পানি।প্রতি মাসেই  মানতদারকির নিয়ম থাকলেও সরকারি কোন দপ্তরই এই নিয়ম মেনে তদারকি না করায় যে যেভাবে পারছে কয়েল উৎপাদন করছে।লাইসেন্স নেয়ার সময় তারা একরকম উন্নতমানের পন্য জমা দিলেও পরবর্তীতে উৎপাদনের সময় বাজারে ছাড়ছে ক্ষতিকর ক্যামিক্যাল মেশানো পন্য যাতে ইতিমধ্যেই মানুষের শরীরে বিরুপ প্রভাব ফেলছে।
সাভারের রাজফুলবাড়িয়ায় ঈগল কয়েল কারখানায়  প্রতিদিন হাজার হাজার পিছ কয়েল উৎপাদন হলেও মান নিয়ন্ত্রনের ব্যপারে তাদের উদাসিনতা ভাবিয়ে তুলেছে এলাকাবাসিকে।এলাকাবাসির অভিমত নামি কোম্পানির উৎপাদনে যদি এমন গাফিলতি থাকে তাহলে উঠতি কয়েল কোম্পানিগুলোর অবস্থা সহজেই অনুমেয়।তারা মনে করেন দ্রুতই অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা উচিত।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর