,

it-shop.Com

এশিয়ান ইয়ুথ দাবায় ব্লিটসে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ব্রোঞ্জ জিতেছেন

Spread the love

 

অনলাইন ডেস্ক: এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৮ বিভাগের ব্লিটস দাবায় ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

থাইল্যান্ডের চিয়াং মাই শহরে হওয়া প্রতিযোগিতায় রোববার দাবার কম সময়ের মধ্যে দ্রুত চাল দেওয়ার এই সংস্করণে নয় ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হন ফাহাদ।

উন্মুক্ত অনূর্ধ্ব-১৬ বিভাগে সুব্রত বিশ্বাস সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দশম, অনূর্ধ্ব-১২ বিভাগে স্বর্নাভো চৌধুরী ৪ পয়েন্ট নিয়ে ৩৯তম এবং অনূর্ধ্ব-৮ বিভাগে মনন রেজা নীড় ৫ পয়েন্ট পেয়ে ২৪তম হয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৪ বিভাগে নোশিন আঞ্জুম ৪ পয়েন্ট নিয়ে ২৫তম এবং বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল ফেরদৌস ৩ পয়েন্ট পেয়ে ৩০তম হন।

এদিকে ব্যাঙ্গকাপাই ইন্টারন্যাশনাল এইজ-গ্রুপ চেস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৬ বিভাগের ব্লিটস দাবায় সাত ম্যাচের সবগুলো জিতে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন ওয়ারসিয়া খুশবু।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর