,

it-shop.Com

নাটোরে রেলের তেল চুরি চক্রের চার সদস্য আটক

Spread the love

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের আব্দুলপুর জংশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেলের তেল চুরি চক্রের চার সদস্যকে আটক করেছে। আব্দুলপুর জংশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আব্দুল হান্নান জানান, তেল চুরির গোপন খবরে শুক্রবার রাত দেড়টার দিকে রেলের তেল চুরি চক্রের সদস্যদেও আটকের জন্য করিমপুর রেলগেটে তারা ঔঁত পেতে থাকেন। এসময় তেল চুরি করতে আসা পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মাদপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে সুমন হোসেন (২২), আসলাম হোসেনের ছেলে লিটন (২৩), আব্দুল করিমের ছেলে সোহেল রানা (২২) এবং মোহাম্মাদ রহিমের ছেলে জিয়াউর রহমান (২২) হাতে নাতে আটক করা হয়। এসময় তেল চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের নামে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর