,

it-shop.Com

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

Spread the love

 

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পারভিন একই গ্রামের আশরাফ আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নূর হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, পারভিনের স্বামী তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে গত সোমবার দিনগত ভোর রাতে তার স্ত্রীকে হত্যা করে বাড়ির পাঁশে ডোবাতে ফেলে পালিয়ে যান। এর পর থেকে পারভিনের কোন খোঁজ খবর পাচ্ছিল না তার পরিবার। স্বামী নুর হোসেন এর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, রাতে খাদুরাইল গ্রামের একটি ডোবায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর