,

it-shop.Com

ধর্ষিতার আত্মহত্যার চেষ্টা যোগী আদিত্যনাথের বাড়ির সামনে 

Spread the love

অনলাইন ডেস্ক: ভারতের লক্ষ্ণৌতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন এক নারী। দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, হয় অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। নইলে তিনি আত্মহত্যা করবেন।

এই ঘটনায় আঙুল যার দিকে, তার নাম কুলদীপ সিংহ। তিনি আবার উন্নাও কেন্দ্রের বিজেপি বিধায়ক। ওই মহিলার অভিযোগ, বেশ কয়েকজনকে নিয়ে গত বছর কুলদীপ তাকে ধর্ষণ করেন। তার কথায়, ‘কুলদীপকে গ্রেপ্তারের দাবি নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানোর চেষ্টা করি। কিন্তু এফআইআর দায়েরের চেষ্টা করলে আমাকে হুমকি দেয়া হয়।’
জানা গেছে, যোগীর বাসভবনের সামনে রবিবার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে এসেছিলেন ওই নারী। আত্মহত্যার চেষ্টা রুখে দেয়ার পর তাদের গৌতম পল্লী থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, সেখানেও ওই নারী এবং তার কয়েকজন আত্মীয় ফের আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এনডিটিভি।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর