,

it-shop.Com

হৃদয় যা চায় তাই করুন

Spread the love

– মাকসুদা আক্তার প্রিয়তি

আপনি যদি আপনার হৃদয়ের কথা না শুনেন তাহলে বাকি জীবনটা আপসোস করে কাটাতে হবে। হৃদয় যা চায় তাই করুন যাতে ভবিষ্যতে অনুশোচনার আগুনে পুড়তে না হয়। জীবন খুবই সংক্ষিপ্ত। তাই সামর্থ্য অনুযায়ী আজ যা সম্ভব তাই করে ফেলতে হবে।

আমি চাই মানুষ এটা উপলব্ধি করুক যে সবকিছু সম্ভব যদি আপনি চেষ্টা করেন। কারণ আমাদের স্বপ্নের মেয়াদোত্তীর্ণ হওয়ার কোনো তারিখ নেই। নিষ্ঠুর এ পৃথিবীতে নরম মনের মানুষ হওয়াটা দুর্বলতা নয়, সাহস।

(ফেসবুক থেকে সংগৃহীত)

it-shop.Com

     এই বিভাগের আরও খবর