,

it-shop.Com

আমি চাইলেই সহঅভিনেতার চুমু খেতে পারবো, এমনকি নগ্ন হতেও : সুরভীন

Spread the love

 

অনলাইন ডেস্ক :‘আমি চাইলেই সহঅভিনেতার চুমু খেতে পারবো। এমনকি নগ্ন হতেও পারবো। চিত্রনাট্যে যাই লিখা হোক না কেন আমি তা করতে পারবো। এতে আমার স্বামী কিছু বলবেন না।’ – এ কথাই বলেন বলিউড অভিনেত্রী সুরভীন চাওলা।
গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরভীন বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। মিডিয়ায় আমার কাজ সে সবসময় সমর্থন করে। আমার জীবনের জন্য একজন ভালো সঙ্গী পেয়েছি। একজন নারীর আর কি লাগে।’

বর্তমানে সাউথ আফ্রিকার কেপ টাউনে স্বামী অক্ষয় থাক্কারসহ অবকাশে আছেন এই অভিনেত্রী। এই তারকা আরো বলেন, ‘ অক্ষয়কে বিয়ে করে আমার জীবন ‘আরও সুন্দর’ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিয়ে করার জন্য দেড়ি না করাই ভালো। আমার কাছে ভালো কাজ আসলে অক্ষয় আমাকে সবসময় অনুপ্রেরণা দেন। আজ অনেক অভিনেত্রী বিয়ের পর মা হওয়া সত্ত্বেও সিনেমার আবার কাজ করতে ফিরে করছেন। আশা করি , এতে বিবাহিত অভিনেতাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে। এবং ভবিষ্যতে আরও পরিবর্তন হবে।’

ইতালিতে ২০১৫ সালে দীর্ঘ দিনের প্রেমিক অক্ষয় ঠাক্কারকে বিয়ে করেন সুরভীন। তবে প্রথমে বিষয়টি গোপন রাখলেও গতবছর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি পোস্ট করেন তিনি। ছোট পর্দার অভিনেত্রী সুরভীন চাওলা ২০১১ বলিউডে ‘হাম তুম শাবানা’ সিনেমা দিয়ে পা রাখনে বলিউডে। তবে ‘হেট স্টোরি টু’ ছবির মাধ্যমে আলোড়ন সবার নজর কাড়েন তিনি। ছোট পর্দায় শেষ কাজ করেছেন বালাজি প্রযোজিত ‘হাক সে’ সিরিয়ালে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর