,

it-shop.Com

পটুয়াখালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Spread the love

মো: আ: রশীদ হাওলাদার, পটুয়খালী জেলা প্রতিনিধি :  যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বিকাল সাড়ে ৫ টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ জাকির হোসেন, জেলা কমিনিষ্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, জেলা জাসদের সাধারন সম্পাদক সম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ সুলতানা হেলেনসহ নের্তৃবৃন্দ।।
এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য করে স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করা হয়।
বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর