,

it-shop.Com

ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসাল্টেশান সেন্টারের চিকিৎসেবা এবার সাভারবাসির দোড়গোড়ায়

Spread the love

 

আলিম সোহেল, সাভার প্রতিনিধি : ভুলে ভরা রিপোর্টের তান্ডব আর নিম্ন মানের চিকিৎসা সেবার দৌরাত্বে সাভারবাসি যখন অসহায় ঠিক তখনই যেন  স্বস্তির পরশ নিয়ে এসেছে ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টার।

শত বছরের ইতিবাচক চিকিৎসাসেবার ঐতিহ্য নিয়ে এমনিতেই তারা সারা দেশে  প্রশংসিত। এবার সাভারবাসিকেও উন্নত চিকিৎসাসেবা দিতে চায় তারা ।

সাভারবাসির অভিমত. যদি তারা তাদের চিকিৎসাসেবার মান সব জায়গার মত এখানেও ধরে রাখতে পারে তাহলে অচিরেই ইবনে সিনা সাভারবাসির মনে স্থান করে নিতে পারবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর