,

it-shop.Com

আ.লীগের শরিক হয়ে থাকতে চান এরশাদ ৭০টি আসন এবং ১০ থেকে ১২টি মন্ত্রণালয় দিলে

Spread the love

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমরা আওয়ামী লীগের সঙ্গে শরিক হয়ে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ৭০টি আসন এবং ১০ থেকে ১২টি মন্ত্রণালয় দেন। আর আমাদের কথা মতো আসন আর মন্ত্রণালয় না দিলে আমরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিব।’

আজ শনিবার দুপুরে ঢাকা থেকে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেছেন, ‘সংবিধানে কোটা পদ্ধতি রয়েছে। সেই কারণে কোটা পদ্ধতি থাকতেই হবে। মুক্তিযোদ্ধাদের জন্য হলেও কিছু কোটা থাকা উচিত। তবে এটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা জরুরি। এটা কারও পক্ষেই বাতিল করা যাবে না।’

সরকারি চাকরিতেতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে এরশাদ বলেন, ‘অব্যাহত আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের দুঃখে কোটা পদ্ধতি বাতিল করেছেন। আমার মনে হয় সবগুলো কোটা পদ্ধতি বাতিল করতে তিনি নিজেও চান না। আগে মুক্তিযোদ্ধাদের জন্য যে ৩০ ভাগ কোটা ছিল এটা ঠিক ছিল না। মাত্র দুই লাখ মুক্তিযোদ্ধাদের জন্য এত কোটার দরকার নেই।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সমবায় প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর সিটি ও মহানগর জাপা সভাপতি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর