,

it-shop.Com

‘জেন্টলম্যান’মুগ্ধতা ছড়াচ্ছে লুইপার

Spread the love

 

অনলাইন ডেস্ক : নতুন গান নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন চলতি সময়ের সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার নতুন গানের নাম ‘জেন্টলম্যান’। গানটির মিউজিক ভিডিও গত ১১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের একটি রেস্টুরেন্টে ‘ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। গানটি লিখেছেন ওপার বাংলার প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর-সংগীত করেছেন আকাশ সেন। লুইপার গাওয়া এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সিয়াম আহমেদ। গত মাসে এই গানটির দৃশ্যধারণের কাজ হয় মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে।
এটি নির্মাণ করেন সৌমিত্র ঘোষ ইমন। ইউটিউবে প্রকাশের পর পরই শ্রোতা-দর্শকদের নজর কেড়েছে গানটি। বিশেষ করে অডিওর সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ এবং তাতে সিয়ামের সঙ্গে লুইপার অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করছেন সবাই। এ বিষয়ে লুইপা বলেন, ‘জেন্টলম্যান’ প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে গানটির অডিওতো বটেই, এর ভিডিওতে সিয়াম ভাইয়ার সঙ্গে আমার পারফরমেন্সের প্রশংসা করছেন সবাই। এজন্য আমি পুরো টিমের প্রতি কৃতজ্ঞ। এভাবেই যেন ভালো ভালো গান উপহার দিয়ে যেতে পারি সেই দোয়া ও সহযোগীতা চাই।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর