,

it-shop.Com

দেখা গেল অন্য আইরিনকে

Spread the love

 

অনলাইন ডেস্ক : নায়িকা হিসেবেই ব্যস্ততা এখন আইরিনের। মাঝে মিউজিক ভিডিওতে ছিলেন। তবে এবার এ দুটি বিষয় একসঙ্গে মিলেছে। তাকে নিয়ে সিনেমার মতো করেই তৈরি হয়েছে একটি মিউজিক ভিডিও। এর নাম ‘সুইটি’।
লাইভ টেকনোলজির ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। যা আজ (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
গানের সুর, সংগীতের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কোরিওগ্রাফি করেছেন কলকাতার শিবরাম।
আইরিন জানালেন, গানের কনসেপ্টের কারণেই আবারও মিউজিক ভিডিওতে কাজ করলেন।
আর পরিচালক অনন্য মামুনের ভাষ্য, ‘গানটিতে সিনেমার একটা আবহ রেখেছি। আশা করি পুরোটাই উপভোগ্য হবে। দেখা যাবে অন্যরকম আইরিনকে।’

it-shop.Com

     এই বিভাগের আরও খবর