,

it-shop.Com

এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

Spread the love

অনলাইন ডেস্ক : হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একে আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।

এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুদকে হাজির হন একে আজাদ।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদকে এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ৩ এপ্রিল তারিখ নির্ধারিত ছিল। দেশের বাইরে থাকার কারণে ওই দিন সকালে তিনি সময় চেয়ে দুদকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাঁচ সপ্তাহ সময় দিয়ে তাকে ৯ মে দুদকে হাজির থাকতে বলা হয়।

দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সম্পর্কে নিজে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার মাধ্যমে অনুসন্ধানে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়ে আজাদকে নোটিশ দেয়া হয়।

গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর পরদিনই তাকে তলব করে চিঠি দেয় দুদক।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর