অনলাইন ডেস্ক : ভারতের প্রখ্যাত জীবনমুখী শিল্পী নচিকেতার সুরে গান গেয়েছেন মেহের আফরোজ শাওন।
অভিনেত্রী ও গায়িকা- দুই পরিচয়েই বেশ পরিচিত শাওন। কিছুদিন আগে একটি নতুন চলচ্চিত্রে গান করেছেন তিনি। ঈদের পরপরই এ গান শ্রোতারা শুনতে পাবেন। গানের শিরোনাম ‘ইলশে গুড়ি’।
লিখেছেন জুলফিকার রাসেল, সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ। এ গানটির সুর করেছেন নচিকেতা। এ প্রসঙ্গে শাওন বলেন, ‘নচিকেতা দাদার সুর নিয়ে তো নতুন করে বলার কিছু নেই।
এত চমৎকার একটি গানের সুর তিনি করেছেন এটা আমার জন্য সৌভাগ্যের। আমি গানটি গেয়ে তৃপ্ত। শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’ এদিকে শিগগিরই শাওন নতুন আরও একটি ছবিতে গান করবেন। এরই মধ্যে তিনি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী’ ছবিতে গান গেয়েছেন।
এই বিভাগের আরও খবর