,

it-shop.Com

৯০ বছর বয়সেও জিম করেন ফ্লোরিডার ভার্ন

Spread the love

অনলাইন ডেস্ক : ফ্লোরিডার হাইনেস সিটির অধিবাসী ভার্ন গ্রীনউড। ধবধবে সাদা মাথার চুল তার। বয়সের কারণে চামড়াও ঝুলে গিয়েছে। শুকনো শরীরে সামনে দাঁত একটিও নেই কিন্তু শারীরিক দক্ষতা দেখলে বয়সের আনদাজ করা একটু কঠিন। ৯০ বছরের বয়সেও শরীর চর্চা নিয়মিত করেন।

জিমে গিয়ে টানা ২৪টা পুল-আপ দেওয়াটা তাঁর বাঁ হাতের কাজ। শরীর চর্চার টান এতোটাই যে, জিমের মধ্যেই উদযাপন করলেন নিজের ৯১ তম জন্মদিন। গুনে-গুনে দিয়েও ফেললেন ২৪টি পুল-আপ।

৯০ বছরের বৃদ্ধের এমন কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করে বৃদ্ধের ছেলে লিখেছেন, ‘ইনি আমার বাবা। আজ তার ৯০ বছর পূর্ণ হল। আমরা নিয়মিত জিমে যাই ও পুল আপ দিতে পছন্দ করি।’

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করতে না করতেই ১ লাখ ৭৫ হাজারের বেশি দর্শক ভিডিওটি দেখে ফেলেছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর