,

it-shop.Com

রাজশাহীতে মাদ্রাসা ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ

Spread the love

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর উপকণ্ঠে এক মাদ্রাসা ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার পবা উপজেলার কিসমত কুখন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১০টায় কিসমত কুখন্ডি সংলগ্ন জয়পুর এলাকায় বান্ধবিকে এগিয়ে দিতে যাচ্ছিল ওই ছাত্রী। ফেরার পথে উষা এগ্রো খামারের কাছে পৌঁছালে তাকে ধরে নিয়ে যায় একই এলাকার দুই যুবক। পরে একটি ঘরে হাতমুখ বেঁধে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আটকে রাখে এবং দল বেঁধে ধর্ষণ করে।

দুপুুর ১টার দিকে স্থানীয় কিছু ছেলে বিষয়টি বুঝতে পেরে এক ধর্ষককে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা-মা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। বিকেল ৫ টার দিকে ধর্ষণের শিকার ছাত্রীকে নিয়ে কাটাখালি থানায় যান তার বাবা-মা।

কাটাখলি থানার ডিউটি অফিসার ফয়েজ জানান, এ বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

কাটাখালি থানার ওসি মেহেদী হাসান বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর