,

it-shop.Com

লাখ লাখ ফলোয়ার তার, তবে কাউকে করেন না ফলো!

Spread the love

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ ঘটে মাত্র পাঁচ দিন হবে। তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি অফিসিয়াল হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে ২০ লাখের অধিক ফলোয়ার যোগ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কাউকে ফলো করা শুরু করেননি সাবেক এই বিশ্ব সুন্দরী। এমনকি তার শ্বশুর ও কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার স্বামী অভিষেকও বাদ পড়েছেন তার নজর থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি ফরাসি চলচ্চিত্র উৎসব কানের ৭১তম আসরে যোগ দিতে গিয়ে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি খোলেন এই বিশ্বসুন্দরী। এতে করে কেবল ঐশ্বরিয়াই নন পাশাপাশি তার মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চনেরও সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ ঘটে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর