,

it-shop.Com

‌‘তুই চিটাগাইঙ্গা পোয়া, আঁই নোয়াখাইল্লা মাইয়া’

Spread the love

অনলাইন ডেস্ক :শাকিব খান ও বুবলীআঞ্চলিক ছবি করছেন শাকিব খান ও শবনম বুবলী। সে খবর অনেক আগের। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের এ ছবিটি এখন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের টেবিলে।
আর এ চলচ্চিত্রের কারণেই এবার পাওয়া গেল নায়ক-নায়িকার ঠোঁটে আঞ্চলিক ভাষার একটি দারুণ গান।
‌‘তুই চিটাগাইঙ্গা পোয়া, আঁই নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের গান সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে। আঞ্চলিক এ গানের সঙ্গে অনবদ্য লেগেছে শাকিব ও বুবলীর নাচ-অভিনয়- এমন মন্তব্যও করছেন দর্শক-শ্রোতারা।
সুদীপ কুমার দীপের লেখা এ গানটিতে কণ্ঠ রাফাত ও ঐশী। গানটি তৈরি করেছেন রাফাত নিজেই।
নিজস্ব সেট ও সমুদ্র সৈকতে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। এদিকে একই দিনে ছবিটির ট্রেলারও প্রকাশ করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
পরিচালক উত্তম আকাশ জানান, ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে। তবে এর আগে ছবির আরও কয়েকটি গান ইউটিউবে প্রকাশের ইচ্ছে তাদের।
ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব-বুবলী। আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বরদা মিঠু প্রমুখ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর