,

it-shop.Com

কানে জুতা খুলে ফ্লাট জুতা নিষিদ্ধের প্রতিবাদ!

Spread the love

 

অনলাইন ডেস্ক : গতকাল মঙ্গলবার সকালে দেখা হলো ভারতীয় অভিনেতা ভিপিন শর্মার সাথে। বৃষ্টির মধ্যে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন। বিকেলে দেখতে গেলাম জাপানিজ নির্মাতা রুসুকে হামাগুচির ছবি রেতেমু সামিতুমু ছবির প্রিমিয়ার শোতে।

রেড কার্পেটে ঢুকেই দেখলাম সোনম কাপুর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। রাফ ও রুশোর ডিজাইন করা সাদা পোশাকে সোনম আর মাহিরা খান দাঁড়িয়ে ফটোগ্রাফারদের পোজ দিচ্ছেন কালো পোশাকে।

রেড কার্পেটের শেষে ওপরে দাঁড়িয়ে আছেন উৎসবের নটবর খ্যাত থিয়েরি ফ্রেমো। হাত মিলিয়ে বললাম, তুমি সেলফি নিষিদ্ধ করেছো তাই তোমার সাথে আমি সেলফি তুলতে পারছি না। প্রিমিয়ার শো শেষ করেই গেলাম ডিরেক্টরস ফরটনাইট অফিসে। পরে আড্ডায় মগ্ন হলাম ভারতীয় প্যাভিলিয়নে।

এবার কানের উৎসবটিতে নারীদের অভিনব সব প্রতিবাদ অব্যাহত রয়েছে। তাই এসব ঘিরেই উৎসব অঙ্গনে মুখরোচক সব আলোচনা। ক্রিস্টেন স্টুয়ার্ট এ বছর কানে কোনো ছবি নিয়ে আসেননি, বরং তিনি জুরি বোর্ডের সদস্য। গতকাল তিনি রেড কার্পেটে ফ্লাট জুতা নিষিদ্ধের প্রতিবাদে খালি পায়ে প্রবেশ করেন এবং সোশ্যাল মিডিয়ায় তার খালি পায়ের ছবিটি যথেষ্ট আলোচনায় ছিল।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর