,

it-shop.Com

শাহ আমানত বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

Spread the love

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ বিমানের কলকাতাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ভাবে অবতরণ করেছে। আজ সকাল ১০টা ৫০ মিনিটে উড্ডয়নের ঠিক ২০ মিনিটের মাথায় কারিগরি সমস্যার কারণে বিমানবন্দরে ফিরে আসে।

এ ব্যাপারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার ই জামান জানান, বাংলাদেশ বিমানের (১৯১) ড্যাশ-৮ বিমানটি কলকাতার উদ্দেশ্যে সকাল ১০টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। তবে ১০টা ৪০ মিনিটে বিমানটিতে প্রেশারাইজেশন সমস্যা ধরা পড়ায় ১০টা ৫০ মিনিটে আবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আশা করা হচ্ছে, সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইটটি কলকাতার উদ্দেশ্যে টেক অফ করবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর