,

it-shop.Com

পটুয়াখালীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

Spread the love

মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী জেলা সংবাদদাতা: আহলান ছাহলান,মাহে রমজান,’ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো,করতে হবে এই শ্লোগানকে সামনে রেখে মাহে রমজানকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ আছর মুছলীহিন জেলা শাখার উদ্যেগে কলের পুকুর পার জামে মসজিদ থেকে একটি র‌্যালি বের হয়ে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় জামে মসজিদে গিয়ে শেষ হয়। র‌্যালির মাধ্যমে জেলার স্থানীয় সর্বস্তরের মুসল্লিরা একত্রিত হয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। মিছিলটিতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর