অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে গলা কেটে হত্যা করে আত্মসমর্পণ করলেন এক যুবক। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জাবেদ আলী (৩০)। তিনি উপজেলার সুলেখাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের শওকত মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে রহমত আলীর স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে একই গ্রামের জাবেদ মিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়া ছিল। সোমবার বিকেলে পাশের বাঘবেড় বাজার থেকে ফেরার পথে জাবেদ মিয়াকে প্রকাশ্যে খুন করেন বিক্ষুব্ধ রহমত আলী। খুন করার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান রওশন আলীর কাছে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে পুলিশে সোপর্দ করেন ইউপি চেয়ারম্যান।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, জাবেদ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। রহমতকে আটক করা হয়েছে।
এই বিভাগের আরও খবর