অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে ক্রাউন সিমেন্ট (এমআই সিমেন্ট ফ্যাক্টরি) কারখানায় পরিষ্কার করতে গিয়ে মোঃ শাহীন(৩১) ও মোঃ রাশিদুল(২৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে হাফিজুর রহমান(২২) নামে আরোও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা অংশে ফ্যাক্টরির ভিতরে পরিষ্কার করতে গিয়ে জমাট বাধা সিমেন্ট শরীরে পড়ে এই ঘটনা ঘটে।
নিহত শাহিন চাঁদপুর জেলার মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। আহত হাফিজুর টাঙ্গাইল জেলার ঘাঁটাইল এর দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। রাশিদুলের নাম পরিচয়
জানা যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগির হোসেন জানান, সকালে বন্ধ থাকা ফ্যাক্টরি
পরিষ্কার করতে গিয়ে জমাট বাধা সিমেন্ট শরীরে পড়ে শ্রমিকদের। এতে রাশিদুল, শাহীন মারা যায় এবং আহত হাফিজুরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
এই বিভাগের আরও খবর