,

it-shop.Com

বিএনপি থাক বা না থাক যথা সময় আগামী নির্বাচন: তথ্যমন্ত্রী

Spread the love

অনলাইন ডেস্ক : জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী জাতীয় নির্বাচন মহাজোটের নেতৃত্বেই হবে। এতে বিএনপি থাক আর না থাক যথাসময়েই ভোট হবে। রোববার বিকেলে উপজেলার ঘোড়াশালে জাসদের ওপর হামলার এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়ষন্ত্র করছে। তারা ভোট করবে কি, করবে না সেটা তাদের ব্যাপার। ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা মেনে নেওয়া হবে না। তাদের কোনো হুমকি-ধমকিতে নির্বাচন বন্ধ করা হবে না।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আর রাজাকারের সরকার হতে দেওয়া হবে না। একবার মুক্তিযোদ্ধাদের সরকার একবার রাজাকারের সরকার- এই নিয়ম ২০১৮ সালেই শেষ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়েছি বলেই আজকে এ জায়গায় দাঁড়িয়ে আছি। ১৪ দলের ঐক্য করতে পেরেছি বলেই খালেদা জিয়া ক্ষমতার বাইরে আর শেখ হাসিনা ক্ষমতায়। এই ঐক্য মহাজোটের ঐক্য।

পলাশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, মহাজোটের ঐক্য নষ্ট করবেন না। জাসদের নেতাকর্মীদের ওপর আবার কোনো হামলা হলে জাসদ বসে থাকবে না।

জেলা জাসদ সভাপতি জায়েদুল কবিরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী সালমা সুলতানা, জেলা জাসদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর