অনলাইন ডেস্ক : ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্র ধারণের কাজ সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি।
গার্মেন্টস খাত জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবারহ করে। কিন্তু যেসব কর্মীরা এই আয় করে, তাদের জীবন স্বাভাবিক ভাবে চলে না। প্রতিবছর ঈদের সময় দেখা যায়, তারা বেতন-ভাতার জন্য আন্দোলন করে। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে। তবে তারা কেন কাজ করে, কিভাবে কাজ করে তা শরীরবৃত্তীয় গল্পে লেখক উপস্থাপন করেছেন।
চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানোবিশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।
অনিক কান্তি সরকারের চিত্রনাট্যে চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন। শিগগিরই চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।
এই বিভাগের আরও খবর